SCMS SCMS

স্কুল ইতিহাস

দিনাজপুর তথা উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ট বিদ্যাপিঠ বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ১৯৬২ সালে স্থাপিত হয়। জ্ঞান পিপাসু, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিবর্গ অত্র এলাকার জনগোষ্ঠীর কাছে শিক্ষার আলো জ্বালাবার উদ্দেশ্যে প্রতিশঠানটি গড়বার মহতী উদ্যোগ গ্রহণ করেন। সাড়াও পাওয়া যায় ব্যাপক। একে একে অনেকেই এগিয়ে আসেন ভূমি ও অর্থ নিয়ে। গড়ে ওঠে শিক্ষার এক আলোকবর্তিকা।

শুরুতে ছোট হলেও, পরে বিভিন্ন শিক্ষানুরাগী, শিক্ষাবিদ, প্রশাসক ও স্থানীয় জনগণের বিপুল উৎসাহে প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে এক মহীরুহ।

প্রথম থেকেই এই বিদ্যালয়ের সাফল্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। বিদ্যালয় থেকে বের হয়ে অনেকেই শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, নেভি, এয়ারফোর্সের অফিসার, নামকরা শিক্ষাবিদ হয়ে দেশের সেবা করে যাচ্ছেন।

ঢাকা-পঞ্চগড় মহাসড়ক সংলগ্ন শালবাগানের সন্নিকটে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে বিশাল স্কুল ক্যাম্পাস নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের এই প্রিয় বিদ্যালয়টি। মূল ক্যাম্পাসটি দাঁড়িয়ে আছে ৫ একর জমির ওপর। আরও ২ একর ৩৮ শতকের মধ্যে রয়েছে বাগান। এ বিদ্যালয় থেকে বিশ্ব ঐতিহ্য কান্তজিউ মন্দির মাত্র ৫ কিঃ মিঃ দূরে এবং দর্শণীয় পিকনিক স্পট শিংড়া ফরেষ্ট ৮ কিঃ মিঃ দূরে।